তুমি যখন কাঁদো_
আকাশের বুকে জমে কালো মেঘ।
বাতাস হয়ে ওঠে উতলা,
নদী'রা পায় যৌবন।
শাপলা-শালুক জেগে ওঠে খাল বিলে,
তখনই সবুজ হয় সতেজ ।


আর যখন হাসো_
রৌদ্রময় সূর্যের বাড়ে তেজ,
মাটির বুক ফেটে হয় চৌচির,
সর্বময় হাহাকারে শুকিয়ে যায় নদী।
পথেঘাটে মেতে ওঠে ধুলোর উৎসব,
তৃষিত হৃদয় হয়ে ওঠে অস্থির।


বৈচিত্র্যময় ঈশ্বর ও তার প্রকৃতি-
ভাঙ্গা-গড়ার মাঝেই মানব জীবন।
সময়ের নিয়মে আশীর্বাদ হয় অভিশাপ,
সত্যিই বড়ো অদ্ভুত সমীকরণ।