আয়না দেখে আৎকে উঠি,সুক্ষ ব্যথার গোপন কামড়।
এলোমেলো চুল; অগোছালো দাড়ি, লাবন্যহীন মুখ ।


বড্ড অবিচার করছি দেহের উপর, সত্বা'র অপমৃত্যু।
অনিয়ম গুলো আজকাল নিয়ম হয়ে উঠেছে-


ক্রমশ আপনজনেরা দুরে সরে যাচ্ছে, সবকিছু পর।
নিজেকে চিনতে কস্ট হয়, ক্রমগত পরাজয়।


অন্ধকারের ভয়ানক গ্রাস, অসহ্য যন্ত্রনা_
অভাব সাঁতার কাটে, সংকট সমাজ-সংসার, মননে...