রফিক,জাব্বার, সালামদের বেদিতে যখন দাঁড়াই,
বুকের মাঝে শুরু হয় তোলপাড়।
রক্তে জ্বলে ওঠে আগুন,
প্রতিটি শিরা-উপশিরা বেয়ে
জাগরণ ঘটে ক্ষুদ্র-ক্ষুদ্র লোমকূপে।


তখনই সামনে দেখি পোকায় খাওয়া মানচিত্র।
শকুনের ঠোকরে ক্ষত-বিক্ষত জন্মভূমি,
লাল সবুজে মোড়া আমার বাংলাদেশ।


স্তব্দ হয়ে যাই,
এক গুচ্ছ অপরাধবোধ গ্রাস করে ।
তাড়া করে বেড়ায় বিবেক;মানবতা।
সমাজের নানা অসংহতি, নষ্ট সংস্কৃতি
নিত্য খবরের কাগজে দৃশ্যত অবক্ষয়।


প্রশ্ন তোলে মনে_


ভাষার জন্ম, জাতীসত্বার উৎপত্তি,
রাজনীতি, স্বাধীনতা, বিজয়ের মানে ?


শহীদ মিনার দাঁড়িয়ে আজও শুনি...
মায়ের বুকফাটা আর্তনাদ।


চিৎকার করে বলতে ইচ্ছে হয়_


অভিশপ্ত করো...নবাব সিরাজদৌল্লা,
বরকত, আসাদ, বীরাঙ্গনা ও শহীদ।
অভিশপ্ত করো...ভাসানী, শেরেবাংলা,
সোরয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মজিব।
ধিক্কার দেও...নূর হোসেন, হুমায়ন আজাদ,
ফেলানী, বিশ্বজীত, রাজীব, রাজনসহ ষোল কোটি বাঙ্গালী।
এমন-কি শিশু তক্বী;ধিক্কার দেও...
আজ মানুষ হয়ে জন্ম নেওয়াটা
পৃথিবী শ্রেষ্ঠ গালি।।