লেখা বেঁচে খাই, সত্বা বেঁচিনা-
সত্ব প্রকাশক হলে কপিরাইট আমার।
সংবাদ বাহক, ধারকও বটে_
বাঁচা প্রয়োজন করি চাকর-ঈ
আজীবন মেয়াদে বকেয়া অনেক।
ভালোবাসি সাহিত্য, কবিতা প্রেম।
দু'শ টাকায় চলে একদিনের সংসার।
তাই আজ কবিতা দু'শ টাকা চাই..
এক যুগেরও বেশী আগে-
কোন এক কাগজের সাহিত্য সম্পাদক
বলেছিলো- চর্চা ধরে রাখতে সাংবাদিকতা,
না হয় শিক্ষকতা পেশা চাই।
সেই থেকে সংবাদ আর পথচলা...
দাদা পন্ডিত, বাবা শিক্ষক; ৮০ টাকা মাইনের গল্প শুনেছি...
ছেলে বেলায় গত হওয়ার পর;নিজেই গড়েছি পরিচয়
কবিতা সেখানে শুরু, না বলা কষ্টের ভাষা...
একালা একা হাটতে, চলতে, শিখেছি লড়তে
যাযাবর মন, খেয়ালিপানা; বারবার ভুল
ভালোবাসা গভীর হলে দায় মানুষ চেনা
চারপাশে না-বোধ; বে-ইমান,ধোকা...
আপন-পর গল্প। হ্যাঁ, দেখেছি বিধবা মা'কে
সংসার আক্রে ধরে পাড়ি দিতে যৌবন।
সময়-বাস্তব-কঠোরতা, জীবনকে জানা...
ঠেকে ঠোকে শিক্ষা, বিশ্বাস স্বাধীনতা মুক্তি আর প্রেম
মান-অভিমান, সময়-অসময় ফিরে ফিরে আসা।
কবিতা গ্রাস করে, চুষে নেয় মনণ
কাগজ কলমে শব্দের সংসার ক-বিরাগী
রহস্য উন্মাদনা বারংবারতা চাই ভাঙতে
নিজেকে আতিক্রম করি প্রতিনিয়ত।
শিক্ষকদের ক্ষমতার দন্দে মারামারি শেখা কিশোর জীবন
চিরকুমারী মর্ডান শিক্ষিকার প্রেরনা কবিতার জন্য
অভিন্ন বাঙলার শ্রেষ্ঠ ছান্দসিক গুরুর বাংলা ক্লাস
হ্যাঁ, সনেটের জনক সেখানে চেনা,
ত্যাজ্য পরিচয় ইতিহাস। মেঘনাদ বদ কাব্য
জীবন-অানন্দ খোঁজা নকশী কাঁথার মাঠ
প্রতিদিন রবিকে দেখি; গিলে খাই
প্রিয় কবি নজরুল-রুদ্র, সঞ্জীব অথবা নচিকেতা
সভ্যতা নগ্ন অর্থহীন স্বাধীনতা সৃজনশীল লেখক
একাত্তুর দিন মাড়িয়ে বায়ান্ন, সাতচল্লিশ কদম
এর বেশী গেলে পলাশী প্রান্তর; মীরজাফর সবখানে।
কাব স্কাউট থেকে পুলিশ হওয়া স্বপ্ন
আজও অধরা, জন্ম-কবিতা-পিপাসা।
লালনা ছলনা ব্যবধান এক অক্ষর
দৈন্যতা করে প্রেমহীন, তাই আকাঙ্খা
মিথ্যা অভিযোগ ক্ষমতা কিংবা স্বার্থ দন্দে
বারবার কাঠগড়ায় দাড়াই, স্মৃতি যন্ত্রণা ...
শবের সব নেই, এড়াতে পারবোনা নিয়তি।
টাকার কাছে বরাবর অসহায়, তুবুও অবিচল ন্যায়-নীতি
চাহিদা বেশী নয়, ছিলোনা কোনদিন
ভালোবাসা চাই নিস্বার্থ। কেউ বলে পাপান্ধ
বাঁচার মত সাদাসিদা চেয়েছি জীবন
রোজ কবিতা দু'শ টাকা চায়।
রাজপথ নীতিচ্যুত বামে ভীড় ডানে গোপন সওদা
সেই থেকে এক সাথে লড়াই আর প্রেম
দ্রোহ মনবতা খুঁজে বিষের বাঁশীতে ফু
সেখানেও আজ তেল মারা চোর, তোষামোদ অমূল্য
টাকায় বিক্রি বিবেক, পরাজিত প্রেম।
জাতিরজনকের নামে মার্কেটিং হয় সিগারেট
খবরের পাতা'তে ধর্ষন, রাজাকার রমরমা কাটতি
মাঝে মাঝে ক্লান্তি আসে ভিষন রকম
সাংবাদিক আর কবি এক নয়
অসংগতি সংবাদের মূল উপাদান
চারপাশ সৃষ্ট খবরে জাতিসত্বার ক্ষয়
এক নয় রাষ্ট্রদোহী আর সংবাদকর্মী।
গুরুকে দেখেছি আপোষহীন...
রক্তজ অহংকার পতন দেখেছি,
প্রবাদ খোঁড়া অক্ষর প্রচীরে চলে না জীবন
কবিতা লিখত সেও, গুরু তার লাইনচ্যুত
শেখা তারা কাছে কবিতা পড়া...
কালো থেকে সুন্দর খুঁজতে জানি।
জানি প্রতিবাদ, প্রতিরোধ; কাটা দিয়ে কাটা তুলতে
সত্য বলতে; শিখেছি চাপা ক্ষোভে জ্বলতে
অস্ত্র থেকে কলম, দেশ থেকে ঘর,
প্রেম থেকে নারী
এভাবেই জীবনের বাকে...
মন্দপথে, অন্ধকারে, অন্তমিলে নিজেকে খোঁজা। মানুষ বোঝা।
মূল্যহীন একাডেমী সার্টিফিকেট দখল নিয়েছে অথর্ব
আধুনিকতার সাথে বাড়ে ভাবনা
ঘৃনা-কুসংস্কার, সমাজ-দ্বায়বদ্ধতা;পেশা হয় নেশা।
মনেপরে বাবার প্যাকেট থেকে চুরি করা সিগারেট,
মিডিয়াম স্কুলে বেত ভাঙ্গা জেদ
এই দোষেই নিয়মিত হয়েছে বদঅভ্যাস গুলো...
আবেক-বিবেক চিরকাল সংঘাত।
ঘুমাতে পারিনা, কাঁদতে পারিনা, পারিনা বলতে-
ব্যর্থ প্রেমিক; পারিনা নিজেকে ভালোবাসতে,
কথাদিয়ে আজকাল পারিনা রাখতে।
ঘরে চাল নেই, চুলায় নেই উনুন
না খেয়ে আছি কদিন, এ চিত্র নয় নতুন।
হারতে শিখেছি লড়াইয়ে, চুড়ান্ত যুদ্ধে নয়।
কেন যেন আজ বেশি এলোমেলো!
মনেপরে সেই অমর পঙক্তি-
"ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময়...।"
কালো কাপরে চোখ বাধা গণমাধ্যম, পারিনা লিখতে।
টাকায় বনে যায় সাহিত্যিক তাই আসে না কবিতা।
কু-শীল সমাজপতি;ফটোসেশন রাজনীতি, মেকি সংসার
দারিদ্রতা মহান করা কবি আমি নই,
কবিতা পূজারি। তাই তার কাছে রোজ,
বাঁচার জন্য কবিতা দু'শ টাকা চাই।