কালিমায় অন্ধকারে ডুবে গেছে ভালবাসার চাঁদ
রহস্যের বেড়া জালে ঘেরা প্রেমের ফাঁদ।
মায়াবিনী অগ্নিকূপে দিয়েছিলাম ঝাপ
সেই ভুলেই জ্বলছি এখন;ঘিরে ধরেছে পাপ।


সেকালের ওই মোহর টানে জীবন হয়েছে শ্মশান
বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ করেছে আমায় দান।
ভাগ্য আমার নিষ্ঠুর রূপে দুঃখ তারার আকাশ
বাস্তবতার গ্লানি বইতে গিয়ে ভারি হয়েছে বাতাস।


ত্যাগে মিলে শান্তি বটে;না পাওয়াতে সুখ
ভোগেতে যন্ত্রনা বাড়ায় সীমাহীন দুঃখ।
ছলনায় মনুষ্যত্ব হারায়;করে অমানুষ
সিদ্ধান্ত হীনতায় চলছে যে পথ:হইয়া বেহুঁশ।