কবিতা, প্রেম এবং নারী স্বর্গ থেকে আসা অনন্ত সুন্দর-
সেই সুন্দরের আশায় অন্ধকারে করি প্রেম দেবতার পূজা।
অধরাকে ধরতে চাই, নিরাকারের আকার খুঁজে ফিরি-
নীরব রাস্তার নিয়ন আলোয়; নয় বদ্ধ ঘরের মোমে,
অতৃপ্তিকর যন্ত্রণা পূর্ণতা খোঁজে সিগারেটের সুখ টানে।


কখনো নিটোল দেহের ভাঁজে কিংবা টুকরো কাগজে,
অশরীরিণীর ছবি আঁকি জীবনের ক্যানভাসে।


ভালোবাসা শুধু জ্বলতে থাকে; স্বপ্নগুলো পুড়ে ছাই হয়,
আপন দহনে সবাইকে করে অগ্নিদাহ।
সে সময় বেঁচে থাকে একটাই ধর্ম -মানবতা,
জাত ও জাতির ঊর্ধ্বে ওঠা একটাই ব্রত -‘আগে মানুষ হ’।


আগুন কাউকে করে না ক্ষমা; তবে শুদ্ধ করে,
নয়তো সাম্যবাদী চেতনা রহিত সম্প্রীতি বন্দি হয় কবিতার ছেড়া পাতায়।
কোন ডাস্টবিন অথবা ম্যানহোলে পড়ে কাতরায়;
ক্ষয়ে ক্ষয়ে বিলীন হয় মহাকাশে।
তাই আজ মানুষ হওয়ার সাধনায়-রত চিরপ্রেম পূজারি।