প্রিয়া তুমি, একাল ছাড়িয়ে মহাকাল হবে
প্রতিটি পংক্তিতে সুকাঠামো দেহের বাসর সাজাবে
তুমি পাবে হাজার বছরের প্রাণ।
আমি নন্দিত না হয় নিন্দিত হবো-
হারিয়ে যাবো শব্দের সংসার ছন্দের মাঝে
মুখ লুকাবো বাঁধন হারা স্তনের বাঁকে।
একান্ত কিছুক্ষণ জীবন থেকে না হয় হারিয়ে যাবে
তবে রয়ে যাবে এর চিহ্ন এই পৃথিবীর পথে পথে
বাস্তবতার ক্যানভাসে কখনো রঙ্গিন কখনো সাদা কালো হয়ে,
চাওয়াহীন পাওয়া তোমায় সাজাবো স্বপ্নিল রেখা দিয়ে।
জীবনের সঙ্গী না হও সময়ের সঙ্গী হয়ে রয়ে যাবে চিরকাল ।
অভিলাষী প্রিয়া তুমি স্বার্থহীন ভালোবাসে যাবে নিষ্প্রাণ।
তৃপ্ত তোমার যৌবনতায় চোখ বুঝে যায়
বুক ভরে নেই এলোমেলো চুলের ঘ্রাণ
তোমার হাসির ভাজে ঝড়ে পড়ে ভাবনা গুলো
আমাকে আন্দোলিত করে , করে তোলে দুর্বার
প্রিয়া তোমার কামুক ঠোঁট ভাষা হয় কবিতার।