এই মেয়ে এ্যায়, তুমি কি আমার কবিতা হবে?
এমন করে তাকাও কেন! আড় চাহনি গিলে খাবে-
ঠোঁটের উপর বিন্দু ফোঁটা তিলক রেখা আমায় দেবে,
তোমার বুকে একটু খানি জমি হবে? জড়িয়ে নিবে-


এই মেয়ে এ্যায়, তুমি কি আমার হিল্লা হবে?
দখল স্বত্ব আমায় দেবে; মুখ ঢেকে দিও আঁচল দিয়ে,
বহুবন্ধন ছাড়িয়ে নিয়ে দেখবো আকাশ পূর্ণিমা চাঁদ
মেয়ে তুমি হাসনাহেনা-কদম হবে? নীরব রাতে-


এই মেয়ে এ্যায়, তুমি কি আমার সারথি হবে?
শুভ্র মেঘ সবুজ স্বপ্ন নদীর জলে তারার মেলা
নানান কথা খুনসুটি চোখা-চোখি আজব খেলা
কসম খোদার আমার তুমি আগামী হবে-
মেয়ে তুমি আপন হবে, আমার হবে।