চেনা মুখ গুলো ক্রমশ
হারিয়ে যাচ্ছে লোকালয় থেকে
বিবর্তিত হচ্ছে রূপ
স্মৃতি ক্যানভাসে ভরে উঠছে
চার দেয়াল, চারপাশ, দিক-বিদিক


ক্রমাগত মৃত্যুর মিছিলে অপ্রত্যাশিত নেতৃত্ব_
আজকাল করে বিচলিত,
অজানা ভয় গুঙিয়ে ওঠে মন।


ছেলেবেলায় বাবা হারানো থেকে শুরু_
দাদা-দাদী, আপন-স্বজন।
এভাবে কালে কালে একা করে,
সবাই গেছে না ফেরার দেশে...


যার যায় সে-ই বোঝে...
একটি কোকিল, এক টুকরো ইতিহাস।
আজ আমি;
ছায়াহীন, মায়াহীন, নিষ্প্রাণ...