অভিমানী ঈশ্বর রোদ ঢেলেছে দুষিত নগরে
তপ্ত দিনে ঝরেছে অবিরাম ঘৃণা ভরা ঘাম


তুমি হীন আমিতে যখন বৃষ্টির হাহাকার প্রবল
অনবরত আকাশ কান্নায় ভিজেছে দেহ-প্রাণ


ক্ষোভ শ্রাবণ ভেবে করেছি কত না আলিঙ্গন
যৌবন আগুনে পুড়ে ভালোবাসা হয়েছে ছাই
বিষ কে মধু ভেবে অবলীলায় করেছি গ্রহণ
ব্যর্থ হৃদয় হাতড়ে মিছে কদম খুঁজে বেড়াই


বসন্তে উত্তাল মৌ বন সুখ মিছে মরীচিকা
হেমন্ত লড়াই রাজপথে সময় অগ্নি শিখা


পরাজয় জয়ের প্রস্তুতি মেনে এগিয়ে চলা
ঘুরে দাঁড়ানো ই জীবন সুন্দরের ষোলকলা