বারবার হয় জীবনের ছন্দ পতন,
কবিতায় পরে তার প্রভাব।
সময়ের নিয়মে বদলে যায় সবকিছু,
মানুষের বদ্‌লায় স্বভাব।


আজ যা কিছু মনেহয়  আপন; প্রিয়জন,
কাল সবকিছু  অচেনা; পর।
ভবঘুরে পথিকের যাযাবর দেহমন,
খুঁজে ফিরে ঠিকানা; খোঁজে ঘর।


গোপনে ভালোবাসা আসে; বারবার কাঁদায়,
স্মৃতিপটে আঁকা হয় যাতনা।
অদৃশ্য স্বপনের হাতছানি; আশা জাগায়,
ভাবনায় মূল্যহীন বাসনা।


হতাশা আসে নিঝুম রাতে;কেড়ে নেয় ঘুম,
এ্যালবামে কালো প্রতিটি পাতা।
কিছুতে-ই  হিসাব মেলে না, ভুলে ভুলে ভরা,
শূন্যতায় পরিপূর্ণ খাতা।


ছন্দ-মাত্রার সংসারে ভাঙনের সুর,
এলোমেলো পঙক্তির উঠান।
অক্ষরে অক্ষরে সাইক্লোন সিডর,
ধ্বংস লীলায় কাব্য তুফান।