আষাঢ়ের পড়ন্ত বিকেলে ,
চুন খসা প্রাসাদের ছাঁদে-
আনমনে তুমি দাঁড়িয়ে ছিলে ,
মেঘ ভাসা প্রকৃতির ফাঁদে।


অপূর্ব এক মায়ার ভাজে
খোলা চুল বাতাসে ভাসিয়ে।
নীল টিপ এঁকে কপাল মাঝে
ভালোবাসার তুলি রাঙ্গিয়ে।


প্রত্যাশার প্রহর গুনে গুনে,
আবেগী আকাশ মোহে।
পাখির মুক্তির গান শুনে,
হৃদয়ে উন্মাদনা বহে ।


টানা চোখের আড় চাহনিতে,
বর্ষা ভেজা কদম ফোটে ।
সবকিছু ভুলে চায় হারাতে,
ভাবনারা অজানায় ছুটে ।