রাতের পথে একা হাঁটছি,
জোছনায় অন্ধকার হয়েছে বিলীন,
বেরসিক মেঘ ঢেকেছে সেই আলো।
অমাবস্যা অন্ধকার করেছি উপলব্ধি।
এক আকাশে কত রূপ-রঙ ...


জীবনের কত ছন্দ; কত পতন,
নিরাকারে আকার খোঁজা ভালোবাসা বারবার বদ্‌লায়...
বড় অস্থির সময়ে বাতাসে উন্মাদনা,
একটু ছায়া কিংবা আশ্রয় খোঁজা।
মিথ্যে সব মিথ্যা হয়, বর্তমান হয় অতীত,
আগামী বেঁচে থাকে স্বপ্ন হয়ে...


মুর্শিদী গান, নিষ্পাপ সবুজের ঘ্রাণ,
ভীষণ রকম টানে এপার-ওপার বাংলা।


কোথাও এক নির্জনে আছে ,
অসম প্রেমের অসীম সঞ্চয় নিয়ে ।
সে ঠিক চিনে নেবে, খুঁজে পাবো অপেক্ষিত ভোরাই...