আমি নাগরিক কি করতে পারি;
ভাতের বদলে পান্তা, খুঁদ, পান্তার বদলে ভাতের মাড়, তিন বেলার পরিবর্তে একবেলা, একবেলার পরিবর্তে আধা বেলা, খেয়ে, না খেয়ে মুখ বুজে দিনরাত পার করে দিতে পারি, শাক-সবজীর বদলে ঘাস-দূর্বাঘাস খেতে পারি,
চাঁদের বদলে অমাবস্যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে পারি।


আমি নাগরিক কি করতে পারি;
অনিচ্ছাকৃত অনায়াসে পেট ভরে নাক বন্ধ করে ঢাকা শহরের সর্বোচ্চ দুষিত হাওয়া খেতে পারি,
রেস্তোরাঁয় কাবাব খেতে যেয়ে নিজেই কাবাব হয়ে জান্নাতের স্বাদ খুঁজতে ছাঁই হতে পারি।


আমি নাগরিক কি করতে পারি;
একাডেমিক পাঠ্যপুস্তকে উদ্ভট, অশ্লীল, অধর্ম, জাতিকে মেরুদণ্ডহীন বানানোর দুরভিসন্ধিমূলক প্রবন্ধগুলো শ্বাস বন্ধ করে বুকে-পিঠে একাধারে রপ্ত করতে পারি।


আমি নাগরিক কি করতে পারি;
কলাগাছে জামরুল আর জামরুলে ইলিশ বড় হওয়ার ডজন ডজন গল্প শুনতে পারি।


আমি নাগরিক কি করতে পারি;
নিজের ইচ্ছেমতন দু'টো-র পরিবর্তে নিজ সিদ্ধান্তে একটা দাগ যুক্ত ছেড়া ফাঁটা জামা পরতে পারি,
হিসেবের খাতাটা যতখানি লম্বা নয় তার চেয়েও বেশী সরকারি কোষাগারে চামড়া ছুঁলে গেলেও পদে পদে ট্যাক্স, ভ্যাট দিয়ে তবেই বাড়ি ফিরতে পারি।


আমি নাগরিক কি করতে পারি;
হাঁচি দেওয়ার আগে; আগে-পিছে আগে তাকিয়ে দেখি, কেউ নোট হাতে দাঁড়িয়ে আছে নাকি!
তবে আমি উচ্ছ্বাস করে আবাহনীর পক্ষ হয়ে জোরেশোরে ইচ্ছেমতন যখন ইচ্ছে যেমন ইচ্ছে যাকে ইচ্ছে তাকে তেমন করে যতটা ইচ্ছে ততটা গোল দিতে পারি।


সোমবার
০৪/০৩/২০২৪২
২০ ফাল্গুন '১৪৩০
২২ সাবান '১৪৪৫