এই রাত যারা বদলে দেবে তারা এখনো ভ্রণে
তারা এখনো সংরক্ষিত, অভূমিষ্ঠ, বাবার রক্তে
তারা এখনো জানেনা মেঘ কত পুঞ্জিভূত,
জমতে জমতে এখন কোথায় এসে ঠেকেছে।
তারা যখন লড়বে তখন দিন এনেই ছাড়বে
তারা প্রতিজ্ঞা করেই নামবে তবেই ঘরে ফিরবে।


আজ যারা লড়ছে তারা বানে ভাসা খড়কুটো
আগেই নুয়ে পরছে ঝড়ের পূর্বাভাসের প্রাতে 
তারা উত্তরে মেঘ দেখে পাড়ি জমায় পশ্চিমে,
দক্ষিণ দুয়ার; স্বপ্নীল, ফসিল, সমুদ্রের ওপারে -
তারা আগেই নিমজ্জিত সাগরে বৃষ্টি হয়ে।


আজ যারা লড়ছে তারা ভেসে ভেসে ডোবাচ্ছে
তারা মেয়াদ উত্তীর্ণ দো'চোয়াল বেশি গিলেছে 
তারা মুর্খ; তারা ফেবু'তে মত্তে আছে।
তারা সত্য যদি লালন করে অন্তরের অন্ত স্থলে
তবে কেনো ঘোমটা পরে আজ খিল দিয়ে
তবে কেনো তারা গুহায়, ঝোপঝাড়, জংগলে।


বীর কখনো কোনোদিন মরে না, পচেনা;
বীর জেতে; শহিদ হয় নয়ত গাজী
বীর বোতাম খুলে বুক পেতে দেয় পিছু হটেনা
বীর শির উঁচায় মাথা নত করেনা!
বীর পীর ধরে না, হাচ, পাশ করে না
বীর তীর নামায় না অটল রাখে তার তামান্না।