বউদির বাড়ি যেয়ে
বউদির কাছ ঘেঁষে
চলো মনের কথা কই
বউদির হাসি মনে
শরতের কাশবনে
বকুলের গন্ধ যদি পাই
বউদির বাসি প্রেমে
ভাদ্রের তাল পত্রে
বাবুইয়ের দেখা যদি পাই
বউদির চির জুড়ে
অগ্রহায়ণের নবান্নে
শিয়ালের হাঁক শুনতে পাই
বউদির কাঁথা মুড়ে
দাদাকে ঠেক দিয়ে
দু’জন দুপাশে ঘুমাই
বউদির রাত কেড়ে
চাঁদকে সাথ করে
পিঠা পায়েস নাড়ু বানাই
বউদির পাখা জুড়ে
শীতল পাটিতে বসে
চৈত্রকে বিদায় জানাই
বউদির বিদ্যা ঘরে
ভক্তি ভরে সাদরে
বৈশাখকে স্বাগত জানাই।