আমি তোমার নয়ন দেখেনি
আমি তোমার মুখ মণ্ডল দেখেনি
আমি তোমার কণ্ঠ শুনেনি -
আমি তোমার শার্টের বহর ভাবনায় আনিনি
প্যাণ্টের পরিধি কত জানতে চাইনি,
আমি তোমার কপাল দেখেনি
তুমি কপাল কোথায় ঠেকাও তাও খুঁজিনি
তবে আমি তোমার মন বুঝেছি!
তোমার মনের ভেতর
আর একটা নয়ন যে লুকিয়ে আছে
তা দেখেছি
তুমি যে সজীবতা কলমিলতা শুভ্রতা বুনেছ
তা দেখেছি
তুমি যে পুষ্প সৌরভে আমাকে ডুবিয়ে রেখেছো
তা দেখেছি,
আমি তোমার সুপ্ত গুপ্ত কবিতা পড়েছি।


আমার বেদনার্ত হৃদয় আজ বিমোহিত
আমার বিবর্ণ আকাশ আজ খুঁজে পেয়েছে রৌদ্র
আমার বিচলিত পথ আজ পুলকিত
আমার শুকনো পাঁপড়িগুলো আজ উৎফুল্ল।


তাই জল তুলবি আর ভূলককে সাথে রেখে
আর বিপল দেরি না করে
নিজের কপালে নিজেই সিঁদুর পরেছি
প্রজাপতির ডানা মেলে উড়াল দিয়েছি
রংধনু কাছাকাছি যখন তোমায় পেয়েছি
তোমার হাতে আমার দু'হাত জুড়িয়ে দিয়েছি,
পাহারের চূড়ায় দূর চাঁদের সুখ শুকেছি
নক্ষত্রে আজ নিজেদের মসনদ গড়েছি।