তোমার ওখানে যখন স্বতস্ফুত প্রফুল্ল সোনালী রৌদ্র  
আমার এখানে তখন তোমার নিক্ষিপ্ত এসিড বৃষ্টি।
তোমার ওখানে যখন উপচে পড়া পূর্ণিমার জৌলুশ
আমার এখানে তখন ঘোর আধার অমাবস্যা।
তোমার ওখানে যখন কোকিলের সুমধুর তান
আমার এখানে তখন কাকের কর্কশ বান।
তোমার ওখানে যখন হেমন্তের নবান্ন উৎসব
আমার আংগিনায় তখন তুমি ছাড়া খরা দুর্ভিক্ষ মংগা।
তোমার ওখানে যখন বৈশাখী ঢাক ঢোল
আমার এখানে তখন তোমার অভাবে বজ্রপাত।
তোমার ওখানে যখন পথেঘাটে শুভ্র কাশফুল
আমার এখানে তখন আমি উপেক্ষিত উকরায় আবৃত।
তোমাদের ওখানে যখন উচ্ছাস উত্তাল জোয়ার
আমার হৃদয়ে তখন স্পন্দনে স্পন্দনে ভাটা।
তোমাদের ওখানে যখন উষ্ণ সিগ্ধ শীতল পরশ
আমার বুকে তখন তোমার নিক্ষিপ্ত ভয়াবহ দাবানল।


বৃহস্পতিবার
৩০ বৈশাখ '১৪২৮
১৩ মে '২০২১
৩০ রমজান '১৪৪২


ভালুকা, ময়মনসিংহ।