উঁকি দিলে হাসি দেয়
ইশারাতে খুশি হয়,
কাছে গেলে দুরে যায়
ছুঁতে গেলে বেত লয়,
শুভ্র পবিত্র থাকতে চায়
না গেলে রশি দেখায়,
একটুতেই চোখ রাঁঙায়।


কিছু বললে বোকা রয়
কথা চাইলে বোবা হয়,
বিয়ের আগে কিছু নয়!
বিয়ে ঠিক অন্য জায়গায়,
কি করে বলি তাঁহায়!
সে রুপসী চৌষট্টি জেলায়,
তাঁকে ছেড়ে তোমার আঙিনায়।


পড়েছি একি যন্ত্রণায়,
ভেতরে লাভা অগ্নিময়!
বলুন তো কি করা যায়?
সে-তো আমার অন্তরায়।


চেয়েছিলাম গোধূলী বেলায়
দু'জন যাব বৈশাখি মেলায়
সিনেমা হলের বারান্ধায়,
রাস্তাঘাটে ঘুরে বেড়ায়-
রুপসীর কানে যাওয়ায়,
অভিযোগ দেবে বাবায়-
বাবা, ও বর আমার নয়।


মঙ্গলবার
১৩ জ্যৈষ্ঠ, ১৪২১
২৭ মে, ২০১৪
২৭ রজব, ২০১৪


ভালুকা, ময়মনসিংহ