আমি মন জানালার কাঠগড়ার আসামি
সব সর্বদা রাখতে চায় দুরত্বে অগন্তব্যে,
অনেক স্বজন আর ফোন দেয়না, ধরেনা-
এইতো সেদিন হজম করলাম দুধওয়ালার থ্রেড
সাব্রডিনেটের ডিনাই।
হয়ত ফুরিয়ে গেছে আমার প্রয়োজন
পৃথিবীর কাছে এখন বোঝা,
মন চলছেনা কারো সাথে একরেখায়
কেড়ে নিতে চায় আমার অধিকার, আহার
আত্ন-মর্যাদা, অহংকার।
ভেবে পাইনা কি এর কারন;
আমার মমতা, ভদ্রতা, নমনীয়তা, সত্যবাদিতা-
ন্যায় পরায়ণ, না কর্ম ব্যর্থতা?
কি করে ব্যর্থতা!
আমার হাতে ওরা লালন পালন, স্বাবলম্বি
ইট পাথর মেশিনে মিশে আছে ঘাম
ওরা কি হতে যাচ্ছে অকৃতজ্ঞ?
জম্নদাতা, স্ত্রী, সন্তান-
একদিন এরাও কি করবে ডিনাই!


বৃহস্পতিবার
২২ জ্যৈষ্ঠ, ১৪২১
০৫ জুন, ২০১৪
০৬ শাবান, ১৪৩৫


উত্তরা, ঢাকা