ছড়া কবিতা ছড়া কবিতা
যদি আমায় দাও আশা
অভয় দিলে বলব সে-কথা,
আমি যাবো তোমার বাসা
কোনটা হবে সহজ রাস্তা?
কলমটা আমার ভাঙা চুড়া,
শেখাবে তুমি দাড়ি কমা।।



কবি হবার বড় আশা
লিখে চলি মন গড়া,
ছোট বড় অর্থ অনর্থ-
আমার জন্য দোয়া করো
কবিতা যেনো ছড়ায় আলো
সকলে ভালো থেকো।।



খেজুর গাছে রসের হাড়ি
পশু পাখির বিষ্ঠা খানি-
রসের ভেতর হলে ছানি,
নিপা ভাইরাস ধরবে জানি।।



তাল গাছে বাবুই পাখি
লেবু গাছে টোনাটুনি,
বৌদি যাচ্ছে শ্বশুড় বাড়ি
সন্ধ্যে হতে অল্প বাকি,
বৌদির মা ভাগ্যবতি!
জমজ বোন কলি পলি
রূপ লাবণ্যে সুশ্রি ... !
কলি ভেবে দেই বেলি,
পলি বলে দুষ্ট তুমি।।


শনিবার
২৪ জ্যৈষ্ঠ, ১৪২১
০৭ জুন, ২০১৪
০৮ শাবান, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ