চোখের জলে নদী হ্রদ সাগর
হৃদয় ফেটে চৈত্র বেদনার চর
সাহারা মরুভূমি অগ্নিলাভা,
ভেতরে কানামাছি হানাহানি
দানা বেধে গুঞ্জন কানাকানি,
অনুযোগ অনুজ্ঞায় প্রতিজ্ঞা
ঘোলামেঘ পূর্ণিমা অমাবশ্যা,
শিশির ভেজা দুপুর কুয়াশা
- অগ্নি পরীক্ষা যদি না-হয়,
তবে সে ভালোবাসা খাঁটি নয়।


ঘুমের ঘরে হঠাৎ উঠে;
ছায়াপথের সাথে রাত জাগা
এক-দুই-তিন প্রত্যাখান;
ভবঘুরে, অন্ধ, বোকা, পাগল
বেহুশ, দু-একদিন উপোস।
মান-অভিমান, অভিনয়!
নয়; করুণা, অনুনয়, বিনয়
সহসা নয় মহেন্দ্রক্ষণ!
তবে ভালোবাসা মধুর হয়
আমরণ, অক্ষয়, সবুজ রয়।।


শুক্রবার
৩০ জ্যৈষ্ঠ, ১৪২১
১৩ জুন, ২০১৪
১৪ শাবান, ১৪৩৫


উত্তরা, ঢাকা