যদি চিরকাল ভালোবাসা পেতে চাও
তবে সবার আগে গড়ো নিজের চরিত্র
সৎ, সত্য, নিস্ঠা, ধর্মের পথ-
তা যতোই হোক কষ্ট, যন্ত্রণা, অসহৃ।


যদি চিরকাল ভালোবাসা পেতে চাও
তবে ভালোবাসো মন-প্রাণে আপন দেশ
দেশের মাটি, কলকারখানা, নদীনালা-
তৎসঙ্গে পাশ্চত্যদেশ, আদর্শ, সভ্যতা।


যদি চিরকাল ভালোবাসা পেতে চাও
তবে ভালোবাসো সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত
আর জন্তু জানোয়ার, প্রাণী, গাছপালা-
তা যতোই হোক ক্ষুদ্র, তুচ্ছ, অবহেলার।।


রচনাঃ ০৬/০৯/১৯৯২


প্রকাশঃ বুধবার
০৪ আষাঢ়, ১৪২১
১৮ জুন, ২০১৪
১৯ শাবান, ১৪৩৫
নারায়ণগঞ্জ