খুব ভালো করেই বোধ করছি
আমার নিজেরেই রক্তের প্রয়োজন
তবু আমি রক্ত দেবো!
একজন মূমুর্ষ রোগীর জীবন বাঁচাতে
আমার এ সামান্য ত্যাগটুকুতে
যদি তাঁর জীবন রক্ষা পায়
তবে সৌভাগ্যের।
রক্ত দেওয়ার পর
হয়ত দু'তিন দিন,
মাথাব্যথা অস্হিরতায় ভুগবো-
বিছানা হতে উঠতে অক্ষম,
যেতে পারবোনা কোনো বন্ধুর বাড়িতে।
এমন করে হয়ত অবশেষে
ধুকে ধুকে কোনো একদিন,
কোনো এক অজানা লগ্নে
মৃত্যুর পেয়ালায় চুমক দেবো
তাতে আমার রবেনা কোনো দুঃখ-
কিঞ্চিত সরিষার সমান।
এমন মৃত্যুতে;
ওয়ারিশ, পাড়া প্রতিবেশি, বন্ধু বান্ধব
সকলের কাছে আমার আবেদন
ফেলবেনা কেউ একফোটা জল, অনুশোচনা-
আমি বেচে আছি ওই লোকটার হিমগ্লোবিনে।


রচনাঃ ১৩ কাত্তিক, ১৩৯৯


প্রকাশঃ মঙ্গলবার
১০ আষাঢ়, ১৪২১
২৪ জুন, ২০১৪
২৫ শাবান, ১৪৩৫
নারায়ণগঞ্জ