কুড়ি কিলোমিটার পথ পেরিয়ে
আমি তোমার কাছ থেকে
ফিরে এসেছি অশ্রু স্বজলে
আমাকে তীব্র ঘৃণা করো বলে।


তবু আমার অবুঝ প্রশ্ন;
তুমি কি ভালো আছো!
পিছুটান, দুর্চিন্তা মুক্ত সুখে আছো!
কোন কিছুতে কোন কষ্ট হচ্ছেনা-তো?


তবু তোমার কাছে আমার শেষ মিনতি;
ছিড়ে ফেলোনা আজকার কিরুটিনিটি
বহু যত্নে অশ্রু জলে লিখেছি-
তোমাকে ভোলার অনেক চেষ্টা করেছি।


রচনাঃ ১৬ কাত্তিক, ১৩৯৯


প্রকাশঃ বৃহস্পতিবার
১২ আষাঢ়, ১৪২১
২৬ জুন, ২০১৪
২৭ শাবান, ১৪৩৫
উত্তরা ঢাকা