দিঘীর জল আর কভূ করোনা ঘোলা
ছোট মাছ, পদ্ম তবে আর হাসবেনা!
আঁধার ছাড়া চাঁদ ছড়ায় না ঐ আলো
চোখের জল ছাড়া প্রেম জমেনা ভালো
তুমি যতোই হওনা কেনো ভূষা কালো
তোমার ঐ মনে আমার মন হারালো!
সাগড়ের নোনা জল সুস্বাদ যে হলো
বুদবুদ করা লাভা সুশীতল দিলো।


পিতলের বাসন কোসন যেনো স্বর্ণ-
হেনো কালে তুমি মোরে করলে যে পূর্ণ
শুধালে আমায়; তুমি ছাড়া আমি অন্ধ!
রুদ্ধ যতো দ্বাড় ছিলো আজ খুলে গেলো।


কোহেলি সোহেলি বেহালা সুর বাঁধলো
ধান, কাঁশ, সবুজ মাঠ গান ধরলো।


বৃহস্পতিবার
১৯ আষাঢ়, ১৪২১
০৩ জুলাই, ২০১৪
০৪ রমজান, ১৪৩৫


উত্তরা, ঢাকা