তুমি আসার আগে ছিলোনা এ ভাবনা
সাগরে লাফ দিতে হৃদয় কাঁপতোনা,
চাঁদ ফসকে পড়তেও জাগেনি লজ্জা!
দু’টো ডানা নয় আর, আজ চারখানা-
কভু যা ভুলে ভাবিনি তাই তুমি দিলে
তারার মহামিলনে আকাশ ভরালে ...
কোথা থেকে ক্ষণে আসে দমকা হাওয়া!
রিয়্যাক্টর স্কেলে কত মাত্রা, নেই জানা।


অচেনা ভূবনকে তুমি মোরে চেনালে
চোখে চোখ রেখে সুখ, বুক কাঁদালে-
মনে প্রাণে রেখে মন, ঘুম কেড়ে নিলে
বনের মুক্ত পাখিকে শিকলে জড়ালে।


এলে যখন আঁধার চিরে এ জীবনে-
থেকো তবে পানে চুনে শুন্য পূর্ণ করে।।


রবিবার
২২ আষাঢ়, ১৪২১
০৬ জুলাই, ২০১৪
০৭ রমজান, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ