আসোনা কেনো?
আদর সোহাগ ভালবেসো!
কেনো দুরে ... দুরে রাখো
একটু টক ঝাল লবণ দিও
এসে আমায় শাসন করো-
তিমির রাত্রীতে আলো দিও।


তুমি দেখোনা কেনো?
ফুটপাথে কতজন নিদ্রা গেলো?
পড়নে অর্ধ বস্ত্র, অর্ধ অন্ন-
আকুতি, মিনতি কঙ্কাল দেহ
কাঁটবেনা কি অন্যের দ্বারস্হ?
আল্বাদ তাদের পাপ যেনো!


তুমি নীরব কেনো?
ভয় করো কি? গুন্ডা, পান্ডা, পাষন্ড!
তুমি-তো দুদকের দুদক,
সুপ্রিম কোর্টের সুপ্রিম পাওয়ার
তোমার ভান্ডারে সবার আহার;
সুখিদুঃখী, তাপী, রাজাপ্রজার।


বৃহস্পতিবার
২৬ আষাঢ়, ১৪২১
১০ জুলাই, ২০১৪
১১ রমজান, ১৪৩৫


উত্তরা, ঢাকা