প্রিয়া তুমি কোথাও যাও
একটু ফিরে তাকাও;
তোমায় আজ আইসক্রিম খাওয়াবো, হাওয়াই মিঠাই, চকলেট, তেতুল, আমের আমসত্ব, জলপাই, আমলকি। তুমি কি পছন্দ করো কালোজাম চালতা পেয়ারা প্রজাপতি আর সন্ধ্যেয় জোনাকির সাথে লুকোচুরি!
তোমায় নিয়ে মেলায় যাবো, চরকায় চড়বো, ঘুরপাক খাবো, দুলবো দোলনায় তোমার মনে
তোমায় আমি ধানের থোর দেবো, বাশেঁর বাশী, শাপলা, পদ্ম, দেবো ব্যাঙের ছাতা, দেবোনা একটিও আগাছা।


তোমায় আমি শিশির বিন্দু দেবো, শীতল হাওয়া
ঘাস ফুল, ধুতরা, লজ্জাবতী, শ্যাওলা-
তোমায় আমার নদী দেবো, খাল-বিল-ঝিল সব দেবো, সুমেরু-কুমেরু-দশদিক
তোমায় আমি আমার কষ্ট দেবো, জ্বালা দেবো, যন্ত্রনা দেবো, দুঃখ সুখ বিলাস
বাকোল দেবো, ঝরাপাতা, ডাল-লতাপাতা, ভরা নদীর চর দেবো, বালুকণা, ঝিনুক, মনিমুক্ত
শ্রাবণ মাসের বান দেবো, কাঁশ ফুল, কলমিলতা, জুই, ভেজা কদম, বকুল।
তোমার গলার হার হবো, হাতের বালা-দুল-টিকলি হবো, হবো কোমড়ের বিছা, আরও দেবো হীরার মালা
তোমায় আমার চাঁদ দেবো, ভয় পেয়োনা-দেবোনা আঁধার অমাবশ্যা
ভোরের বেলার সকাল হবো, দেবো সূর্য, নিশি রাতে হয়তো ক্ষনে মেঘ দেবো-বৃষ্টি হবো-পরে উষ্ণ দেহ
তোমার কালোকেশের বেণি হবো, ঠোটের কোনায় হাসি, জামার বোতাম, কলমের কালি, হবো ঝাড় বাতি
তোমার ইচ্ছে টবের গোলাপ হবো, হবো জুতোর ফিতে- তোমার মনের মতোন করে রাখবে আমায় সাথি করে
পাগলা বাবার মাজার যাবো, ঝাড়ু দেবো- মনের যতো কালিমা।


প্রিয়া তুমি কোথাও যাও
বাঁকা চোখে একটু ফিরে তাকাও;
তোমায় আমার এই হাত দেবো, নখ, পা, গ্রীবা, যা চাও তাই দেবো, চোখের- মধ্যমনি দেবো, ঠোট, চিবুক, বুক, মুখ


আমায় শুধু তোমার মনটা দিও, যদি পারো টিলা দু'টো আর হ্রদ।


শনিবার
২৮ আষাঢ়, ১৪২১
১২ জুলাই, ২০১৪
১৩ রমজান, ১৪২১


ভালুকা, ময়মনসিংহ