আসছে শীতে-
আমি আবার আসছি হিমু
তুমি কিছু ভেবোনা,
এবার এসে শিশিরে ভিজে
সাড়া গাঁ-টা ঘুরবো
কার কোনো বাঁধা মানবোনা।
তুমি তৈরী থেকো-
দাঁড়িয়ে থেকো দক্ষিন হাওয়াতে
কালোকেশে খোপা ছেড়ে মন উড়িয়ে
আমি বিদ্যুৎ বেগে আসবো!
এসেই তোমাকে এক চমোকে নিয়ে যাবো
ঘাঘটের ধূ-ধূ বালু চরে-
নদীর কুলকে প্রশ্ন করবো;
কেনো তুমি ভেঙে যাও?
নতুন করে নতুন বেশে-
ওপাড়ে আবার-তো বসত গড়াও।।


রচনাঃ ১৭ কার্তিক, ১৩৯৯