আমি হেরে যাই
বার বার হেরে যাই
কোন এক পাথর হৃদয়ে
তার নয়ন দু’টোর গভীরে
আচমকা মুখটার অঙনে
বিহ্বল কারন অকারনে।


চুপে চুপে তাকে জানালার ফাঁকে
আমার মনটা শুধুই তাকেই দেখে
দেখতে চাহে নানা সাজে
চাহে আরও বেশি চাহে ...
ফুরায়না তা কোনো অভিমতে।


তবু সে এতই পাষানী!
ফিরিয়ে দেয় আমার লিখনী
আমাকে বলে ছল চাতুরি,
আমি নাকি তাকে ঘৃণা করি!


এসব ভুল ধারনা সবই;
আমি যে তাকে এতই ভালোবাসি
তার সাক্ষী চাও কত শতকোটি।


রচনাঃ ১৭ কার্তিক, ১৩৯৭