ভালোবাসা চায়-
একজন স্মার্ট অভিনব
একটা সুঠাম স্লিম দেহ
ভালোবাসা চায়-
অনেক ভালোবাসা হৃদয়ের কথা
অভিমানি, প্রতিবাদী, সহনশীল
ভালোবাসা চায়-
সংগ্রামী, সিদ্ধান্তে কঠোর
একজন বিশ্বাসী পূর্ণ ব্যাক্তিত্ব
ভালোবাসা চায়-
না-বলা জানতে, খেয়ালি হারাতে
গহীন গভীরের ভাব আদান প্রদান
ভালোবাসা চায়-
ভালোবাসার ব্যথা, সত্যবাদী
মরণেও নেই কোনো দ্বিমত, দেরী
ভালোবাসা চায়-
সবচেয়ে যেটি বেশি, সে-টি হলো;
একটা সুন্দর স্বচ্ছ সবুজ মন।।


রচনাঃ ১৯ কার্তিক, ১৩৯৯