তুমি নতুন করে গড়বে কি করে
তোমার হাত রক্তে রঞ্জিত
মহাপাপের পাহাড়ে লিপ্ত,
বড়ো বড়ো উপদেশ দিতে পারো
অথচ নিজেই ক্ষুদ্রতর মানোনা।


তোমার নিষ্ঠুর অভিনয়
তুমি যাকে হত্যা করো,
পরক্ষনে তার মা-কে ডাকো মা
তুমি মুখে অনেক বলো
বাস্তবে কিছুই করোনা,
তুমি পাষন্ড, অবিচারক, স্বৈরশাসক
নিজেকে ভাবো শেঠ।


আজ কোটি কোটি জনতা
আবাল-বৃদ্ধ-বনিতা
সে সময়ের অপেক্ষায়;
ক্ষমতাচ্যুত তোমার আসনটা।


রচনাঃ ১৫ চৈত্র, ১৩৯৭