ও–গো প্রিয়সী-
জীবন সঙ্গিনি,
শোনো- চুপচাপ!
বিরহিনী ভাব ছাড়ো
আজও লজ্জা কেনো করো,
এসো কাছে আরও-
বাহিরে যেওনা,
তুমি-তো আমার এইখানে-
ভরে রেখো আমায় তোমার সিন্দুকে
ভালোবাসার বেদনা বিঁধে,
যে যাই বলুক সব মিছে-
কপাট খিরকি তোমার হাতে।
পদ্মফুল শপথ;
কচুরি, কলমিলতা সাক্ষী-
সাক্ষী ওই পুকুরঘাট পাতিহাস,
জানিয়ে দাও পৃথিবীটাকে;
মোরা দু’জন একটি গোলাপ
ফুরায়না তাই কখনো আলাপ।


রচনাঃ ১৩ জানুয়ারী, ১৯৯২