মানুষ তোমরা!
যে কোনো জন্তু জানোয়ার পশুপক্ষির-
স্বভাব, চরিত্র, প্রকৃতি, বিবিধ-
জানতে সক্ষম হয়েছো,
সক্ষম হয়েছো মঙ্গলের ইতিবৃত্ত-
অঝুত নিঝুত গ্রহ, নক্ষত্র, হিমালয়-পর্বত
সমুদ্রের তলদেশের খুঁটিনাটি উপাদান।
কিন্তু মানুষ হয়েও জানতে কি পেরেছো?
অন্য একজন মানুষের মনোবৃত্তি-
পরের মূহর্তের কান্ড!
বিস্ময়! ভয়ানক কিছু ঘটনা-দুর্ঘটনা!
অজানা থেকে যায় অনেক কিছুই
বহুদিন এক সংগে থাকলেও,
এমনকি সমাধি অবধি।।


রচনাঃ ০৪ জানুয়ারী, ১৯৯২