মায়ের আদেশ
প্রিয় স্বদেশ-
যে জন করে মান্য
সে জন ধন্য।


হালাল রুজি উপার্জন
বিপদ তারে করেনা দংশন,
সে জেনো সুখের মহাজন-
হয়না অভাব অনটন।


দানখয়রাত কভু বৃথা নয়-
এক-এ দশগুন বৃদ্ধি পায়,
যে মেনে চলে ন্যায় অন্যায়
সে জন সত্য, অতি মহাশয়।


পশুপাখি বৃক্ষ প্রেমপ্রীতি
সে জন নিশ্চয় সন্মানী।


মায়ের নিষেধ-
জন্মভূমিরে নিয়ে বিভেদ,
যে করে তাচ্ছিল্য, খামখেয়ালি-
সে হতভাগা,মহাপাপী,দেশদ্রোহী।


রচনাঃ ২১ শ্রাবণ, ১৪২১