হলফ করে বলতে পারো!
এভাবে আর কতোজনের জীবন
ধ্বংস করেছো ছলনাময়ী-
কতোজনকে করেছো সংসার ছাড়া?


হলফ করে বলতে পারো;
তোমার জীবনে কতোজনকে দেখেছো
একই চেহারার ভিন্ন মানুষ
যার একটাই রুহ-
সে পৃথিবীতে কতোবার জন্ম নেয়?


হলফ করে বলতে পারো;
তোমার একটি মাত্র জীবনে-
কতোবার আত্নহত্যা, আত্নঘাতি!
কতোবার জন্ম নিয়েছো নতুন করে
কতোজনের জন্য?


রচনাঃ ২২ কার্তিক, ১৩৯৯