হতে পারি আমি নিশাচর
তাই বলে করিনা অবিচার,
সইবোনা তোমাদের ব্যভিচার
যারা আছো স্বৈরাচার!
দেবোনা তাদের নিস্তার-
সারা ভূবন করবো বিস্তার।


কেনো শুধু খালি খালি হাসছি!
হীন স্বার্থে বিকিয়ে দিচ্ছি-
একের পর এক মদদ দিয়ে চলছি
সভ্যতায় কৌশলে গোলামি!
চেয়ে চেয়ে কি দেখছি?
জুলুমকে কেনো প্রশয় দিয়ে জ্বলছি,
আকাশে বাতাসে সত্যের প্রতিধ্বনি
জয় একদিন অবশ্যম্ভাবী।


তাঁদের হোক জেল-
যারা বাজায় মিথ্যে বেল;
ধোকাবাজ চাটুকার মুশকিল
তাঁদেরও হোক ফাঁসি-
যাদের কলম করে চুরি।


কে আছো সত্য?
আমি তার অতি ভক্ত-
সত্যকে করবো আরও শক্ত!
মনে রেখো;
করলাম- একথা ব্যক্ত,
আগামি ভবিষ্যত মোহরে গড়বো।


কে আছো প্রতিবাদী সন্তান?
যে করতে পারো জীবন দান
অনাথ, অসহায়, নিরীহদের জন্য-
ন্যায্য অধিকার মুল লক্ষ্য।


যে করবেনা ভঙ্গ অঙ্গীকার
সে তবে সমস্বরে বলো;
আমি কাউকে করিনা পরোয়ার!
কায়েম করতে সচেষ্ট, সদা সত্য।


রচনাঃ ১৯৯০ ইং