উড়ছে পাখি
উড়ছে আঁখি,
দখিনা কেশে শেফালি
খুলছে বাঁধের রশি
অবুঝ আজ আমি,
ফড়িং প্রজাপতি ...
সবুজ লাগছে সবই,
অযুত নিযুত তারাবাতি
উজানে ভাটিয়ালি,
লাঙ্গল কাঁধে চাষী;
আউশ আমন ইরি
গাজর কপি বরবটি,
পালতোলা সোনার তরী
দুলছে ধানশীষ সোনালী
কাস্তে হাতে শেফালি,
দিঘি ঝিল শাপলা কলমি
বাতাবি পাতায় টুনটুনি,
ডাকছে তোতাপাখি ...
অপেক্ষায় তিশি মুগ পুঁটি
বধূ হাস্নাহেনা চিরলি,
রুমঝুম রুমঝুম বৃষ্টি ...
কাঁশফুল ঘাসফুল ইছেমতি।


শুক্রবার
৩১ শ্রাবণ, ১৪২১
১৫ আগষ্ট, ২০১৪
১৮ শাওয়াল, ১৪৩৫


উত্তরা, ঢাকা