যে রঙ্গিন ডানায় ...
আমার উড়ার কথা
সে মধুবনে, সেখানে-
যে সৌভাগ্য পেয়েছো ঠাঁই
তাকে আমার সহস্র প্রণাম
আকুল আবেদন নিবেদন
আকুতি কাকুতি মিনতি-
ভুল করেও তাকে দিওনা কষ্ট
সুখে রেখো যথাসাধ্য-
তুমিও থেকো অবিরত,
দুঃখ পেয়োনা কেউ-
তোমাদের সুখদুঃখই
আমার যে এখন সুখদুঃখ।
মিনতি আরও;
সুখগুলো না হয় নাই জানালে
তাতে কোনো দুঃখ নাই-
দুঃখ নিরধনে ডেকো নিশ্চয়।।


রচনাঃ


২২ কার্তিক, ১৩৯৯