সুখ যদি না থাকে ললাটে
জোড় করে কেউ পারেনা তা ঘটাতে
কখন কোন পরিবর্তন আসে হঠ্যাৎ করে
কেউ কখনো কি তা জানে ?


যার উড়াল দেওয়ার কথা ছিলোনা স্বপ্নে
আজ বাদে কাল উড়বে সে নভোযানে
আমি হতভাগা ফিরে এলাম পূর্বে -
অযাচিত কাঠ ঠোকরা ঠুকে ঠুকে

মাঙি যাচি গুনগান তার তরে-
বুক ভরা আশা কান্না হয়ে ঝরে,
ঢেউগুলো আঁচড়ে বাচে নদীর বাঁকে।


ভারাক্রান্ত মন ঝুলছে আবডালে
যখন তখন পড়ে যেতে পারে ফসকে
হাঁটু কোমর পাঁজর ভেঙে গেলে-
আর কি বাকি রবে কবরে যেতে।

কখন কোন পরিবর্তন আসে হঠ্যাৎ করে
কেউ কখনো তা জানেনা ঘুনাক্ষরে।।


বৃহস্পতিবার
০৬ ভাদ্র, ১৪২১
২১ আগষ্ট, ২০১৪
২৪ শাওয়াল, ১৪৩৫