দেখো দেখো গ্রাম বাসি
কে ফিরে রাখতে পারে আঁখি ?
চাঁদের সাথে হাসছে চাঁদের শশি
হঠ্যাৎ টুপটাপ টুপটাপ বৃষ্টি ...
কাঁচা সোনা যেনো আরও খাঁটি!  
মেঠো পথে হাঁটতে ছিলো সে একাকি-
তার হাতে ছিলোনা ছাতি,
কাছ থেকে নিলো ফ্যানপাতা একটি
তারপরেও যেটুকু লেগেছিলো পানি
ঘরে এসে ঝেরে ফেললো তড়িঘড়ি
যেনো ছোঁয়না জ্বড় সর্দি।
নক্সিকাঁথায় হাত দিলো সখি-
বেতের বাটিতে ছোলা মুড়ি মুড়কি
রুপকথা সুপ্তব্যথা পাড়া পড়শী;
একজনের ছিলো জমি জোতদারি
সাত গ্রামে ছিলোনা তার প্রতিদন্দ্বী,
পায়ের ওপর পা তুলে কাটাতো দিনরাত্রি
একদিন তার ফুরে গেলো সবই!
যে কিনলো, একসময় খাটতো দিন মজুরি।


বুধবার
১৯ ভাদ্র, ১৪২১
০৩ সেপ্টেম্বর, ২০১৪
০৮ জিলকদ, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ