বাঁধে আর জায়গা কতোটুকু?
ভাগ্যবানরা পেয়েছে রুকু
লক্ষ লক্ষ ঝরছে চক্ষু ...
আকাশ পানে দুগ্ধ শিশু
মাথার ওপর নাই কিছু,  
গাছের ডালে ছাদের উপরে
যে যেখানে, ঠাঁই নিয়েছে-
খানাদানা কি করে!
গবাদির খবর কে রাখে,
মালছামানা টিউবের পরে।
পোকা মাকড় পাক-পাখালি
এক ডালে সাপ বেজি-
শিয়ালের পিঠে মোরগ বসে
কুকুর বিড়াল গা ঘেষে-
অনেককে পাওয়া যাচ্ছেনা খুঁজে
দূরে লাশ ভাসছে স্রোতে।
চিড় ধরেছে বাঁধের এককোনে ...


মঙ্গলবার
২৫ ভাদ্র, ১৪২১
০৯ সেপ্টেম্বর, ২০১৪
১৩ জিলকদ, ১৪৩৫
ভালুকা, ময়মনসিংহ