হতবাক প্রিয়সি ...!
জানতো না বন্যা কি?
না ঘুমে ঘুমে এ-কি পরিণতি,
স্নান নেই টয়লেট নেই-
রোগা শোকা রুগ্নি।  
আশার বাণী!!
অপরিবর্তীত বন্যা পরিস্হিতি
যদিও মেঘলা, বাতাস ভারী-
খাচ্ছে দ্যায়া গুড়ুম গুড়ুম হুড়মুড়ি,
ফাঁকে ফাঁকে ক্ষণিক রোদের ঝলকানি
উজান থেকে আসছেনা পানি,
ক্ষিদের এককোণে নড়ছে মরা হাসি।
নিমিষে ধোঁয়া ধোঁয়া ছাঁই!!
অনেকে করছে কানাকানি!
বাঁধের চিড়টা- আজ নাকি একটু বেশি।


শনিবার
২৯ ভাদ্র, ১৪২১
১৩ সেপ্টেম্বর, ২০১৪
১৭ জিলকদ, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ