এখন কেউ নয় আপন
না ছেলে, না মেয়ে-
না আত্নীয়-স্বজন, প্রতিবেশী
তুমি এখন মত্ত!
হুশ হারা, ঘোর অন্ধ।
চোরা তারার ভষ্ম স্বপ্ন
নাগর বেশি প্রিয়,
সেই যেন তোমার ভূখন্ড।
তুমি তার জন্য উন্মাদ!
ঘটনা অঘটনা নেপথ্য-
হেনে পতি অতি হেয়
- মুখ বন্ধ!
কপাল পোড়ার কথা কার
অথচ পুড়ল তার?
বিবাদীর মামলা দায়েরে-  
পতিই অপমানিত লাঞ্ছিত
পতিই দোষী সাব্যস্ত-
মান দন্ড, অর্থ দণ্ড, অর্ধজীবন।