সে এক সাধারণ ছেলে
থাকে ওই ঝিলের ধারে
দুঃখিনী মায়ের সাথে!
আঁটসাঁট কুড়ে ঘরে।

বিলে ঝিলে মাছ ধরে-
রোজ রোজ বিক্রি করে,
আর পছন্দের চারা কেনে  
দিনে দিনে এমনি করে
আজ সে কোনখানে?


অসামান্য তাঁর ছোঁয়াতে!
পথের দু’ধারে গাছ লেগে
পথচারীর প্রশান্তি পদে পদে
নিবিড় শিবির তন্দ্রে তন্দ্রে-
দৃষ্টান্ত আজ বিশ্ব দরবারে!
ছাপ ফেলেছে গ্রীন হাউসে।

সে এক সাধারণ ছেলে
গাছপালা যেনো ছেলে মেয়ে।  
এমন সন্তান ক'জন মেলে?
মায়ের আশীর্বাদ তুষ্ট হলে-
আর কিছু কি লাগে?


ভাবতে পারিনা কি তবে!    
আমি কিভাবে রাখবো অবদান
- গ্রীন হাউসে?
আর আমার তো সব আছে;
বিদ্যা বুদ্ধি জ্ঞান ধন্য ধন মান।



রবিবার
১৮ কার্তিক, ১৪২১  
০২ নভেম্বর, ২০১৪
০৮ মহরম, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ