ঝিকিঝিকি ঝিকিমিকি
মন আমার করে চুরি!
মন চোরা মন কই দিলি?
খুঁজে দ্যাখ তোর মাঝেই আছি
ছুঁয়ে দ্যাখ তোর সাথেই আছি
হৃদয় মাঝে ঘুমিয়ে আছি।


ভাবের গহীনে ঢুকলে দেখবি
আমায় শুধু আমায় পাবি-
আমায় ছাড়া ভুল সবই!
আমার সাথে ডুব দিবি
আঁধার রাতে সাথী হবি
চাঁদের হাসিতে হাসি দিবি
তবে তুই বুঝতে পারবি;
মন কারে দিয়েছি আমি।


ঝিকিঝিকি... ঝিকিমিকি ...
ভেজাল নাই পুরাটাই খাঁটি!
যে দামে কিনি সে দামেই বেচি-
তবুও দ্বিগুণ লাভ! ডিলেট ক্ষতি
মন বেচি মন কিনি;
সে সওদাগার তুই আর আমি।


শুক্রবার
০৭ অগ্রহায়ণ, ১৪২১  
২১ নভেম্বর, ২০১৪
২৭ মহররম, ১৪৩৬


উত্তরা, ঢাকা