আজ আর কারো প্রতি
আমার কোনো অভিযোগ নাই
নেই কোনো অনুযোগ বিয়োগ
নেই কোনো অনুশোচনা
নই একটুকুও অনুতপ্ত!  
আমার অভিযোগ আমার বিরুদ্ধে
আমার ভালোবাসা আমার প্রেম
আমারই ভুল!
আমিই অসতী-
ঔড়স জাত সন্তান পিতৃ পরিচয়হীন
সমাজে স্বীকৃতিহীন
আর সে ধোয়া তুলশিপাতা!
যদিও আমাকে ছাড়ার পর
আরও চারটাকে গুড বাই!
মুখরোচক সমাজ সংস্কারক,
প্রখ্যাত মানবাধিকার কর্মী  
শিশু বাল্যবিবাহ বিরোধের সংঘঠক
দেশ বিদেশ তার খ্যাতি!
- সে সৎ, পবিত্র?
আমার অভিযোগ আমার বিরুদ্ধে-
আমিই কুলাঙ্গার;
আমি চিনতে পারিনি আমাকে?
আমি দূর্বল, অর্থহীন, শক্তিহীন-
অবলা নারী!
- সে পূরুষ, ক্ষমতাধর।


শনিবার
০৮ অগ্রহায়ণ, ১৪২১  
২২ নভেম্বর, ২০১৪
২৮ মহররম, ১৪৩৬


ভাকুকা, ময়মনসিংহ