হে মাটির তৈরী মানুষ
পার্থিব রঙ্গিন ফানুস
অহংকার করোনা?
চুলচেরা ক্ষনিকের দুনিয়া
একদিন মাটিতেই যেতে হবে মিশে
কেউ পারবেনা ঠেকাতে,
সবকিছু মিশে যাবে ধূলোয়
পাহাড় উড়বে তুলোয়,
আবার মাটি থেকেই হবে উত্তেলিত
অঙ্গ প্রতঙ্গ কথা বলবে উম্মুক্ত!
পরম দয়ালুর করূনা ছাড়া
পার পাওয়া যাবেনা ফাঁড়া,
সেদিন রাসুল (সাঃ) মোহাম্মদ
আগে করবেন তার জন্য সাফায়াত
যে আল্লাহ্‌র খাঁটি গোলাম মুমিন মুত্তাকিদ।
হে মাটির তৈরি মানুষ;
হও ক্ষমাশীল, সুশীল, নির্দোষ।



শনিবার
২২ অগ্রহায়ণ, ১৪২১  
০৬ ডিসেম্বর, ২০১৪
১২ সফর, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ