তুমি দেখে নিও!
মাকড়সা আটকে রাখতে পারবেনা আমার যাত্রাকে
আজকে আমায় যারা অবজ্ঞা করে
হেলা ফেলায় অবহেলায় সরে রাখে দূরে,
একদিন তারাই আমাকে বরণ করবে ফুলেল মাল্য দিয়ে।


তুমি দেখে নিও!
আমি এভাবেই হাঁটতে হাঁটতে
একদিন ঠিক পৌঁছে যাবো লক্ষ্য স্হলে
কোনোকিছুই ঠেকাতে পারবেনা আমাকে,
একদিন ঠিকই পাড়ি দেবো পাহাড়-সম বাধা সাগর মহাসাগর অনায়াসে।


তুমি দেখে নিও!
একদিন ঠিক রাস্তা থেকে সরাবো সব ময়লা আবর্জনা
কলুষ মুক্ত করবো আশেপাশের যতো গর্দা নর্দমা
সেথায় ফুটাবো শাপলা পদ্ম ড্রাগণ হাসনাহেনা,
একদিন ঠিকই প্রজন্ম বিশ্লেষণ করবে আমার ভাবনা কামনা বাসনা।


তুমি দেখে নিও!
একদিন আমি ঠিকই জয় করবো সারা বিশ্ব
অপবাদ অশুভ অপশক্তিকে করবো নিঃস্ব, নির্মূল, ধ্বংস
শয়তান পেতাত্বাদের মনে জ্বালাবো কোরাণের আলো।
প্রযুক্তি, মিডিয়ার বেছে নেবো শুধু সেগুলো?  -যেগুলো ভালো!


তুমি দেখে নিও!
একদিন আমি ঠিক পৌঁছে যাবো মক্কা মদিনা
হজে আকবার; মীণা, আরাফাত-নামিরা, মুযদালিফা, জামারা-  
তাওয়াফ করবো কাবা, সাহী করবো সাফা-মারওয়া।  
একদিন ঠিকই জিয়ারত করবো পাক রাসুলে খোদার দরগা।



বুধবার
২৬ অগ্রহায়ণ, ১৪২১  
১০ ডিসেম্বর, ২০১৪
১৬ সফর, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ